Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বারঠাকুরী ইউনিয়নের ইতিহাস

১৯৬০ ইংরেজীতে তৎকালীন এলাকার বিত্তশালী শ্রী কালি সদয়ধর চৌধুরী ২৮ শতক ভূমিদান করেন এবং অত্র ইউ/পি এলাকায় প্রাচীন সভ্যতার যুগে বারভুইয়াদের শাসনমলে ১২ জন ঠাকুর এই বারঠাকুরী গ্রামে বসতী স্থাপন করে থাকায় তাহাদের নামানুসারে বারঠাকুরী নাম করন হইয়াছে। এই ইউনিয়নে গায়েবী দিঘী, গুলমাখার দিঘী, পৌদের দিগী, তেলী দিগী ও আই দিঘী নামে ৫টি দিঘী আজ ও বিদ্যমান আছে।

 

এছাড়া শাহ  সুফি সাধক মো: সলিমউল্লাহ  শাহ শিতালং (র:) এর মাজার রহিয়াছে। ৩৬০ আউলিয়ার সাথী হযরত শাহ শরীফ (র:) এর মাজার রহিয়াছে। ভারতের বরাক নদীর মোহনায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি এলাকায় জকিগঞ্জ উপজেলা হইতে পূর্ব মুখী ১৪কি:মি: পূর্বে সিলেট -জকিগঞ্জ রাস্তার পুর্ব পার্শ্বে ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নে ৩০ টি গ্রাম রয়েছে।

 

বর্তমানে স্থানীয় সরকার বিভাগের আদেশ অনুযায়ী কমপ্লেকা ভবন নির্মাণের স্বার্থে আয়তন ৫০শতক ২০১০-২০১১ অর্থ বছরে কমম্প্রেকা ভবন নির্মান হইয়াছে।